নিজস্ব প্রতিবেদক: গত ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানীর গাড়িবহরে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাঁথিয়া উপজেলা শাখা সেচ্ছাসেবক দলের কর্মীরা আগামী শনিবার ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।
জানা যায়,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানী নিজ বাড়ি গোপালগঞ্জে বাবা র কবর জিয়ারত করতে যাওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের গাড়ি বহরে হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১ম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদার নিহত হন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
এসময় এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না সহ বিএনপির অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ।
আওয়ামী লীগের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পাবনা সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি সভা করেছেন। বুধবার ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাঁথিয়া কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা করেন। তারা জানান আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে তিনটায় সিএন্ডবি গোলচত্বরে আয়োজন করা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সি:যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সঞ্চালনায় সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা। আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।